আত্মনির্ভর ভারত গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর : লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন

15th August 2020 8:13 am অনান‍্য
আত্মনির্ভর ভারত গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর : লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন


নিজস্ব সংবাদদাতা : ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা প্রাঙ্গনে স্বাস্থ‍্য বিধি মেনে আয়োজন করা হয়েছে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের । কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্ত্বর । জাতীর উদ্দেশ্যে ভাষন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আত্মনির্ভর ভারত গঠনের আহ্বান জানানোর পাশাপাশি করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালেন তিনি । দেশজুড়ে যে মহামারী চলছে এই সময়ে সামনের সারিতে থেকে যারা লড়াই করছেন প্রতিদিন প্রতিনিয়ত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী । স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর পোষাকেও বিশেষ পরিবর্তন । লালকেল্লায় গার্ড অফ অনার দিয়ে অভ‍্যর্থনা জানানো হয় প্রথম । জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের সূচনা করেন প্রধানমন্ত্রী । ঋষি অরবিন্দ এর কথা উল্লেখ করে তাঁর আদর্শ মেনে চলার কথা বলেন তিনি । প্রধানমন্ত্রী বলেন , আজকের সময়ে দাঁড়িয়ে সকলেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখছেন । সেই স্বপ্নকে সফল করতে সকলকে শপথ নিতে হবে । এই রকম সময়ে দাঁড়িয়ে অন‍্য দেশকেও ভারত সাহায‍্য করছে । আত্মনির্ভরতার  পথেই আমরা এগোবো । পিছিয়ে পড়া অংশের মানুষকে বিভিন্ন জেলাকে এগিয়ে আনার জন‍্য একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার । কৃষকদের জন‍্য আলাদা করে প্রকল্প গ্ৰহণ করা হয়েছে । স্বাস্থ‍্য সুরক্ষার জন‍্য পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রত‍্যেক ভারতবাসীর কথা ভেবে । করোনা মোকাবিলায় নিরন্তর গবেষনা চলছে । ঔষধ বা ভ‍্যাকসিন তৈরীর কাজ চলছে । বিজ্ঞানীরা জানালেই তা দেশ জুড়ে সরবরাহ করা হবে । এদিন নিজস্ব মেজাজেই দেশবাসীর কাছে নতুন বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।